তাঞ্জানিয়ায় তিন দিনের নির্বাচনী বিক্ষোভে প্রায় ৭০০ জন নিহত হয়েছে। শুক্রবার দেশটির প্রধান বিরোধী দল এ তথ্য জানিয়েছে।
সহিংসতায় নিহত
চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশে রাজনৈতিক সহিংসতায় অন্তত ৭২ জন নিহত এবং ১ হাজার ৬৭৭ জন আহত হয়েছেন। একই সময়ে গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন ১৯ জন। মানবাধিকার সংগঠন 'অধিকার'–এর প্রকাশিত ত্রৈমাসিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
মেক্সিকোর সিনালোয়া রাজ্যে নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে মাদক কারবারিরা। চলমান এ সহিংসতায় কমপক্ষে ১৯২ জন নিহত হয়েছেন।
চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহত সন্দ্বীপ উপজেলার সাইমনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতের মণিপুর রাজ্যের কুকি-জোমি অধ্যুষিত চুরাচাঁদপুর এবং মেইতি-অধ্যুষিত বিষ্ণুপুর জেলার সীমান্তে নতুন করে ছড়িয়ে পড়া তীব্র সহিংসতায় দু’জন নিহত হয়েছেন।
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ট্যাক্সি ধর্মঘটকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভে ৪০ বছর বয়সী একজন ব্রিটিশ নাগরিকসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে সপ্তাহব্যাপী এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিলো।
পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করার জের ধরে সহিংসতা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত আটজন নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার হুঁশিয়ারি উচ্চারণ করার পরও সহিংসতা অব্যাহত রয়েছে। এদিকে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের শীর্ষ নেতা শাহ মাহমুদ কুরেশিকে গ্রেফতার করা হয়েছে।
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে চলমান সহিংসতায় বেশ কয়েকজনের মৃত্যুর কথা জানিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা জানানো হয়নি, তবে ইম্ফলের স্থানীয় নির্ভরযোগ্য সংবাদ পত্রগুলো অন্তত ১১ জন মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে।
সুদানের ইথিওপিয়া সীমান্ত সংলগ্ন ব্লু নাইল প্রদেশে দুটি উপজাতিয় লোকদের মধ্যে সংঘর্ষে শুক্রবার ১৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় অধিবাসী ও কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপি’কে এ কথা জানিয়েছেন।